সোমালিয়া ওয়েব নিউজঃ আজ সারা বিশ্বজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস। মত প্রকাশের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্বকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার জন্য রাষ্ট্রসঙ্ঘ ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ৩রা মে দিনটিকে এই দিবস হিসেবে পালন করে আসছে।
সংবাদমাধ্যম: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ
গণতান্ত্রিক সমাজে সংবাদমাধ্যম কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং শাসকের জবাবদিহিতা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ শক্তি। এই নির্ভীক ও স্বাধীন মত প্রকাশের অধিকারকে সম্মান জানাতেই আজকের দিনটি বিশ্বব্যাপী গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে।
২০২৫ সালের প্রতিপাদ্য: “নতুন বিশ্বে সাহসী সাংবাদিকতা”
এই বছরের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবসের মূল প্রতিপাদ্য হলো—
“নতুন বিশ্বে সাহসী সাংবাদিকতা: প্রেস স্বাধীনতা ও গণমাধ্যমের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব।”
এই ভাবনার মাধ্যমে প্রযুক্তির অগ্রগতির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা এবং তার মাধ্যমে সংবাদ পরিবেশনে সম্ভাব্য প্রভাবের বিষয়টিকে সামনে আনা হয়েছে।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তনিয়ো গুতেরেস আজ এক বিবৃতিতে বলেন,
“স্বাধীন সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের মেরুদণ্ড। সত্যের পক্ষে সাহসী কণ্ঠগুলিকে রক্ষা করা আজকের দিনে অত্যন্ত প্রয়োজন।”
তিনি আরও সতর্ক করেন, তথ্যের বিকৃতি, ভুয়ো খবর এবং প্রযুক্তির অপব্যবহার গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে পারে।
- ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে সাংবাদিকদের নিরাপত্তা, AI-এর ভূমিকা, এবং সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনাসভা ও কর্মশালার আয়োজন করা হয়েছে।
- ইউনেস্কো ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থাও এই দিবস উপলক্ষে বিশেষ প্রচারাভিযান চালাচ্ছে।
এই দিনে বিশ্বজুড়ে প্রতিটি সাহসী সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়, যারা প্রতিকূলতার মধ্যেও সত্য তুলে ধরতে আপসহীন থাকেন। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠছে, আর তাই প্রয়োজন দায়িত্বশীল, নৈতিক এবং সাহসী সাংবাদিকতার।

More Stories
শ্রীলঙ্কার জলদস্যুদের হাতে তামিলনাড়ুর ১৯ মৎস্যজীবী আক্রান্ত
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে মেল ও আমদানির উপর নিষেধাজ্ঞা জারি ভারতে
নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা, পাক সেনাদের গুলির যোগ্য জবাব ভারতীয় সেনার