সোমালিয়া ওয়েব নিউজ : মহেন্দ্র সিং ধোনির খেলা দেখার জন্য তার ভক্তরা অধীর আগ্রহে বসে থাকেন, সেটা আইপিএল হোক বা বিশ্বকাপ। মাঠে যতই কঠিন পরিস্থিতি হোক মাহির মাথা সব সময়ই হিমশীতল থাকে। কখনও কোনও পরিস্থিতিতেই মাথা গরম করেন না ধোনি। কিন্তু সেই মাহিরও রাগ হয়, তিনি রেগে গিয়ে ফুঁসে উঠেন।মঙ্গলবার চিপকে লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মেজাজ হারালেন মাহি। ক্যামেরাতে সেই বিরল দৃশ্যই ধরা পড়েছে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রতিটি খেলাতেই নজর থাকে তাঁর দিকে। তিনি কী করছেন, কেন করছেন তা নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়। চেন্নাইয়ের ম্যাচ থাকলে সবাই ধোনির ব্যাটিং দেখতে চান। শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝড় তুলছেন মাহি। মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামার সময়ই স্টেডিয়ামে সব থেকে বেশি আওয়াজ ওঠে, প্রায় ১৩০ ডেসিবেলের কাছাকাছি। ফলে ক্যাপ্টেন কুলের জন্য একটি ক্যামেরা যে আলাদা করে বরাদ্দা করা থাকবেই তাঁর প্রতি মূহূর্তের হালচাল দর্শকদের দেখানোর জন্য, তা স্বাভাবিক। কিন্তু তাঁকে ঘিরে ক্যামেরার অতিরিক্ত নজরদাড়ি একেবারেই পছন্দ নয় ধোনির। তাই মঙ্গলবারের ম্যাচে নিজের বিরক্তির অভিব্যক্তি প্রকাশ করে ফেললেন মাহি।খেলার তখন ১৭তম ওভার চলছিল। ড্রেসিংরুমে ছিলেন ধোনি। আর ক্রিজে ছিলেন শিবম দুবে ও ঋতুরাজ গায়কোয়াড়। ওই সময় হঠাৎ করেই ড্রেসিংরুমে থাকা মহেন্দ্র সিং ধোনির দিকে টেলিভিশন ক্যামেরা তাঁর দিকে তাক করা হয়। বিগ স্ক্রিনে ধোনির ছবি উঠতেই তিনি নিজের হাতে থাকা বোতল ছুড়ে দেবেন, এমন ভঙ্গি করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।তখন সেই জলের বোতলই ক্যামেরাম্যানের উদ্দেশে ছোড়ার ভঙ্গি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ধোনির দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয়। ধোনি রেগে গেলেও এই ভিডিও দেখে মজা পেয়েছেন সমর্থকেরা। অনেকেই বলেন ক্যাপ্টেন কুলও তাহলে মেজাজ হারান। সিএসকের বিরুদ্ধে ম্যাচে মার্কাস স্টইনিসের অনবদ্য ইনিংসে সৌজন্যে ম্যাচ জিতে নেয় লখনউ দল।২১০ রান করেও হারতে হল চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করতে নেমে শতরান করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ঝোড়ো অর্ধশতরান করেন শিবম দুবে। তাতেও শেষরক্ষা হয়নি। রান তাড়া করতে নেমে শতরান করেন মার্কাস স্টইনিস। শেষ দিকে তাঁকে সঙ্গ দেন নিকোলাস পুরান। শেষ পর্যন্ত টিকে থাকেন স্টোয়নিস। রবিবার ফের ঘরের মাঠে খেলতে নামবে সিএসকে।
More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!