সোমালিয়া ওয়েব নিউজ : আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হল। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার পেসার জায়গা হারালেন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ থেকে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল স্টার্ককে কেকেআরের দলে রাখা হয়নি। ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও তাঁর নাম নেই। শুক্রবার ইডেনে টসের তখন আধ ঘণ্টা বাকি। নাইট ক্রিকেটারেরা তখন মাঠের এক পাশে গা ঘামাচ্ছেন। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে দেখা গেল দলের সব ক্রিকেটার ও বাকি সাপোর্ট স্টাফদের জড়ো করলেন। টিম হাডল করে কেকেআরের ক্যাপ তুলে দিলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরার হাতে। তখনই বোঝা গিয়েছিল, স্টার্কের ওপর সম্ভবত খাঁড়া নেমে আসতে চলেছে। তবু সকলে অপেক্ষা করেছিলেন টিমলিস্টে স্টার্কের নাম থাকে কি না দেখার জন্য। শ্রেয়স আইয়ার টসের পর জানালেন, খেলছেন না স্টার্ক। তাঁর কথায়, ‘স্টার্কির (দলে অস্ট্রেলীয় পেসারের ডাকনাম) আঙুল আগের ম্যাচে কেটে গিয়েছিল। সেই চোট সারেনি। সেই জন্য ও খেলতে পারছে না।’ তবে স্টার্ক বাদ পড়লেন, না সত্যিই চোটের জন্য কপাল পুড়ল, তা হলফ করে বলা যাচ্ছে না।তবে খারাপ ফর্মের জন্য নয়, চোটের জন্য বাদ পড়লেন ২৪ কোটি টাকার এই নাইট বোলার। তাঁর জায়গায় পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে খেলছেন দুস্মন্ত চামিরা। এই ম্যাচে আর কোনও বদল করেননি নাইট টিম ম্যানেজমেন্ট।
More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!