October 6, 2025

তিরুপতি মন্দিরে ভক্তদের জন্য বড়সড় নিয়ম বদল

সোমালিয়া ওয়েব নিউজ: তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা? বদলে যাচ্ছে প্রবেশের নিয়ম। এ বার মন্দিরে ঢুকতে গেলে হাতে রাখতে হবে বিশেষ এক ধরণের লাঠি। যা না থালে প্রবেশাধিকার মিলবে না ভক্তদের। কিন্তু, কী কাজে লাগবে এই লাঠি?নিয়ম করা হয়েছে এবার থেকে তিরুমালা তিরুপতি মন্দিরে যাওয়ার সময় একটা লাঠি সঙ্গে রাখতেই হবে পুণ্যার্থীদের। আসলে গত সপ্তাহে চিতাবাঘের হানায় ছয় বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকে এই লাঠি রাখার নিয়ম চালু করল তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD)।এই লাঠি জঙ্গলের পথে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবেই সঙ্গে রাখতে বলা হয়েছে। তবে কেবলমাত্র লাঠি নয়, চিতাবাঘের হানা থেকে পুণ্যার্থীদের রক্ষা করতে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। হেঁটে মন্দিরে যাওয়ার সময় অন্তত ১০০ জনকে এক সঙ্গে পথ চলতে হবে। সঙ্গে থাকবে নিরাপত্তারক্ষী। TTD-র প্রধান বি করুণাকর রেড্ডি বলেন, ‘প্রত্যেক পুণ্যার্থীকে একটি করে লাঠি দেওয়া হবে। সেই লাঠি দেবে কর্তৃপক্ষই। বন্যজন্তুর হানা ঠেকাতেই এই ব্যবস্থা।’পুণ্যার্থী এবং রাস্তার দোকানগুলিকে পথে খাবার ফেলে রাখতেও নিষেধ করা হয়েছে। পথে হনুমানদের খাবার দেওয়াও নিষিদ্ধ। মন্দিরে যাওয়ার রাস্তায় বেড়া দেওয়ারও চিন্তাভাবনা করছেন কর্তৃপক্ষ। তিরুপতি মন্দির যেহেতু সংরক্ষিত বনভূমিতে রয়েছে, তাই রাস্তায় বেড়া দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় পরিবেশ এবং বন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

Loading