October 5, 2025

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পড়াশোনা নিয়ে কৌতুহল নেটপাড়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: বর্তমান সময়ে প্রায়ই চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলতে থাকে নানা রকম আলোচনা। মূলত, তারকাদের হাঁড়ির খবর জানতে আগ্রহী থাকতে দেখা যায় সাধারণ মানুষদের। সেরকমই বলিউড জগতের এক জনপ্রিয় তারকা হলেন আলিয়া ভাট । তার চলচ্চিত্র জগতে পা রাখা, সম্পর্ক, বিবাহ, মা হওয়া সবকিছুই প্রায় ভক্তদের নখ দর্পণে। তবে কি জানেন আলিয়া ভাটের শিক্ষাগত যোগ্যতা কতদূর?
যদি না জেনে থাকেন তাহলে এই প্রতিবেদনে জেনে নিন আপনাদের পছন্দের নায়িকা আলিয়া ভাট কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন। বলি ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে অন্যতম নায়িকা হলেন আলিয়া ভাট। তবে বর্তমানে শুধু অভিনেত্রী হিসেবে পরিচিত নয়, কাপুর পরিবারের পুত্রবধূ রণবীর কাপুর -এর ঘরণী হিসেবেও পরিচিত আলিয়া ভাট। কিছু দিন আগে তাদের কোল জুড়ে এসেছে মিষ্টি এক সন্তান।বলিপাড়া সূত্রে খবর, দ্বাদশ শ্রেণীও সম্পূর্ণ করেনি অভিনেত্রী আলিয়া ভাট। পড়াশোনা করতে করতেই চলচ্চিত্র জগতে পা রাখেন রণবীর স্ত্রী আলিয়া। যদিও আলিয়া ভাটের স্বামী রনবীর কাপুর যথেষ্ট উচ্চ শিক্ষিত। শোনা যায় ২০১২ সালে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় করন জোহারের পরিচালনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন আলিয়া ভাট। আর সেই কারণেই তিনি দ্বাদশ শ্রেণীর পড়াশোনা মাঝপথে থামিয়ে দেন। তবে ছবির শেষে তিনি আর পড়াশুনা শুরু করেননি।যত টুকু পড়াশোনা করেছিলেন, সেখানে পড়াশোনায় কেমন ছিলেন অভিনেত্রী আলিয়া সূত্রের খবর অনুযায়ী, পড়াশোনায় মোটামুটি ভালই ছিলেন অভিনেত্রী আলিয়া। দশম শ্রেণীতে ৭১% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। পরবর্তীতে মুম্বাইয়ের জমনাবাই নার্সি স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেন রণবীর স্ত্রী আলিয়া ভাট।তবে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়ে সিনেমায় ব্যস্ত হয়ে যাওয়ার পর তিনি চলচ্চিত্র জগতকেই কেরিয়ার হিসেবে বেছে নেন। পরবর্তীতে তিনি প্রেম করেন, বিবাহ করেন, প্রেমিকের সাথে দুর্দান্ত ছবি দর্শকদের উপহার দেন এবং বর্তমানে স্বামী-সন্তান নিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন মহেশ ভাট এবং সোনি রাজদান কন্যা আলিয়া ভাট।

Loading