October 6, 2025

অভিনয়ের পাশাপাশি গানের গলাতেও বাজিমাত শ্রুতির

সোমালিয়া ওয়েব নিউজ: জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাসকে ইতিমধ্যেই দর্শকরা দেখে ফেলেছেন বিভিন্ন সিরিয়ালে। অনুগামীদের মধ্যে তার জনপ্রিয়তা নেহাতই কম নয়। ত্রিনয়নী থেকে শুরু করে রাঙা বউ সবকটি সিরিয়ালেই দক্ষ অভিনয়ের প্রমাণ দিয়েছেন তিনি। কিন্তু গায়িকা হিসেবে যে তিনি সমানভাবে দক্ষ এ কথা এতদিন কজন জানতেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী সুদক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সুরেলা কণ্ঠের গায়িকাও বটে। সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রীকে পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের রজত জয়ন্তীতে গান গাইতে দেখা গেল।
নিজের প্রোফাইল থেকে অভিনেত্রী শ্রুতি দাস একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিওটিতে তাকে দেখা যায় একেবারে নতুন বউয়ের মত লাল রঙের একটি শাড়ি পরে এবং মাইক হাতে গান গাইতে। তার গানে তাকে সঙ্গ দিয়েছিল তারই সহ-অভিনেতা নীল চট্টোপাধ্যায়। ভিডিওটি পোস্ট করার পর অভিনেত্রী লেখেন যে, সন্ধ্যাটি ছিল একেবারে স্বপ্নের মত সুন্দর। চার বছর পর নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একবার গানটি ভাইরাল হয়েছে। পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামকে ধন্যবাদ তাকে এত সুযোগ এবং ভালোবাসা দেওয়ার জন্য।এদিন সন্ধ্যায় শ্রুতি এবং নীল দুজনে মিলে তাদের সুরেলা কন্ঠে ধরেছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘বাতাসে গুনগুন’ গানটি। ছবিতে এটা প্রিয়াঙ্কা সরকার এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের উপর দৃশ্যায়ন হয়ে ছিল। সিনেমায় গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন জুন বন্দ্যোপাধ্যায় এবং জিৎ গঙ্গোপাধ্যায়। সিনেমাটির গানটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল মানুষের মধ্যে। জনপ্রিয় এবং পছন্দের অভিনেত্রীর গলায় এই দুর্দান্ত গান রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভক্তরা প্রশংসাও করেছেন তার গানের। ভিডিওটির ভিউস ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে লাখেরও বেশি।
কমেন্টের মাধ্যমে বহু মানুষ নিজেদের মতামত জ্ঞাপন করেছেন। কাঞ্চনা মৈত্র তাঁর এই পোস্টে লেখেন, গতকালের সন্ধ্যা এই দুইজন জমিয়ে দিয়েছিল তাদের গানে। ফাল্গুনী চট্টোপাধ্যায় লেখেন, অপূর্ব। দিয়া চক্রবর্তী লেখেন, তার দেখা সেরা অভিনেত্রীদের মধ্যে শ্রুতি হলো একজন। যেমন ভালো গান গায় তেমনই ভালো অভিনয় করে। আর্টিস্ট ফোরামের এই বিশেষ অনুষ্ঠান সম্পর্কে কি বলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য? তিনি ২৭ বছর এই ইন্ডাস্ট্রিতে আছেন। আর্টিস্ট ফোরামের একদম শুরু থেকেই, গোটা ২৫ বছর ধরেই এর সাথে যুক্ত তিনি। দীর্ঘ ২৫ বছরের সফরে অনেককেই হারাতে হয়েছে।তিনি আরো বলেন যে, এতদিন মাথার উপর বট গাছের মতো সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছায়া ছিল যা সরে গিয়েছে এবং পাশাপাশি আরও অনেকেই চলে গিয়েছেন। তবুও আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানটা হচ্ছে। প্রসেনজিৎও এই বিষয়ে একটি পোস্ট করেন, পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের ২৫ বছরের জন্মদিন ছিল গতকাল। দেখে যেন মনে হচ্ছে সন্তান বড় হয়ে গেছে। সিনিয়র এবং জুনিয়র কলিগদের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটলো। চিরঞ্জিত সহ রূপা গঙ্গোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, ফাল্গুনী চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, অঙ্কুশ হাজরা, সহ আরও অনেককেই দেখা যায় পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের অনুষ্ঠানে। এমনকি ছোট পর্দার বহু জনপ্রিয় মুখ সেদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Loading