সোমালিয়া ওয়েব নিউজ: তেলাপিয়া মাছ যেমন সহজলভ্য, তেমনই জনপ্রিয়। অনেকেই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন। বাংলার মানুষ তো বটেই, ভারতের বিভিন্ন প্রান্তের মানুষই তেলাপিয়া খেতে পছন্দ করেন। সেই তেলাপিয়া মাছ যে কারও জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে তা বিশ্বাস করাই কঠিন হচ্ছে অনেকের কাছে।এক বছর ৪০-এর মহিলা এই তেলাপিয়া মাছই কিনে নিয়ে যান বাড়িতে। তারপর তা নিজেই রান্না করেন। তেলাপিয়া মাছটি খাওয়ার পরদিন থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁর হাতের একটা অংশ, পায়ের একটা অংশ, ঠোঁটের নিচের অংশ কালো হয়ে যেতে থাকে।
মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। এটাও দেখা যায় যে তাঁর কিডনি কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় ওই মহিলাকে কৃত্রিমভাবে শ্বাসযন্ত্র লাগিয়ে রাখা হয়। চিকিৎসকেরা আপ্রাণ লড়াই চালাতে থাকেন যাতে তাঁকে বাঁচানো যায়। এভাবে চলে ১ মাস।১ মাস পর ওই মহিলা কিছুটা সুস্থ হয়েছে। তাঁর জীবনহানির সম্ভাবনা কমেছে। তবে তাঁর ২টি হাত ও ২টি পা কেটে বাদ দিতে হয়েছে চিকিৎসকদের। চিকিৎসকেরা জানাচ্ছেন, ওই মহিলা ভিব্রিও ভালনিফিকাস নামে এক ধরনের ব্যাকটেরিয়ার শিকার হয়েছিলেন। যে তেলাপিয়া মাছটি তিনি খান সেই মাছটির দেহে এই ব্যাকটেরিয়া ছিল। যা খাওয়ার পর ওই মহিলার দেহে প্রবেশ করে। ব্যাকটেরিয়াটি এতটাই প্রাণঘাতী যে প্রতি ৫ জনে ১ বা ২ জনের মৃত্যু হয় এই ব্যাকটেরিয়ার কোপে পড়লে। চিকিৎসকেরা এও জানিয়েছেন যে তেলাপিয়া মাছটি রান্নার সময় তা ভাল করে রান্না হয়নি। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন