October 6, 2025

ইজ়রায়েল নীতি নিয়ে মোদীর নিন্দায় পওয়ার

সোমালিয়া ওয়েব নিউজ: হামাস এবং ইজ়রায়েলের যুদ্ধকে ঘিরে ভারতের অবস্থান নিয়ে অদূর ভবিষ্যতে মুসলিম প্রধান দেশগুলিতে প্রশ্ন উঠবে কি না, তা এখনই স্পষ্ট নয়। কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে কংগ্রেসের পর এ বার আর এক বিরোধী দল এনসিপি-র নেতা শরদ পওয়ার মোদী সরকারের সমালোচনা করলেন। তাঁর বক্তব্য, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে মনমোহন সিংহ, এমনকি বিজেপি-র প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী পর্যন্ত চিরকাল দৃঢ় ভাবে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ‘দুর্ভাগ্যজনক ভাবে’ এই প্রথম ‘প্রকৃত সমস্যা না দেখে’ ইজ়রায়েলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মুম্বইয়ে দলীয় কর্তাদের সঙ্গে আলোচনায় পওয়ার বলেন, “গোটা ভূখণ্ডটাই ছিল প্যালেস্টাইনের, যেটা দখল করেছে ইজ়রায়েল। ওই জমি, বাড়িঘর সমস্তটাই প্যালেস্টাইনবাসীর ছিল, যা তাঁদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ইজ়রায়েল এ ক্ষেত্রে বহিরাগত। জবরদখল করে তারা নিজের দেশ গড়েছে।”এরপরই পওয়ার ভারতের প্রসঙ্গে আসেন। পওয়ারের কথায়, “জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটলবিহারী বাজপেয়ী —এঁদের সবার ইজ়রায়েল-প্যালেস্টাইন নিয়ে একই মত ছিল। এটা ভারত সরকারের বরাবরের অবস্থান। ভারত বরাবরই সেই সম্প্রদায়ের সঙ্গে থাকে, যাঁরা ভূভাগের মূল অধিবাসী।” তিনি মোদীকে নিশানা করে বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই প্রথম বার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজ়রায়েলের পাশে দাঁড়ালেন, প্রকৃত বিষয়টিকে অবজ্ঞা করলেন। এ ব্যাপারে অন্তত এনসিপি-র অবস্থান স্পষ্ট। যাঁরা ভূভাগের মূল অধিবাসী, আমরা তাঁদের পাশে আছি।”

Loading