October 6, 2025

বিগ বস ও সলমন খান নিয়ে কৌতুহলী নেটপাড়া

সোমালিয়া ওয়েব নিউজ: টেলিভিশনে খুব শিগগিরই ধুমধাম করে শুরু হতে চলেছে বিগ বসের ১৭তম সিজন। এই শোয়ের সঞ্চালনার ভূমিকায় রয়েছে বলিউডের সালমান খান। ২০১০ সাল থেকে দর্শকেরা তাকে বিগ বস শোয়ের সঞ্চালনার ভূমিকায় দেখে আসছে। এই শোটি বরাবরই থাকে চর্চার শিখরে। এ বছরও নতুন চমক নিয়ে আসবে বিগ বস সিজন ১৭। কিন্তু এই শো পরিচালনা করার জন্য কত পারিশ্রমিক নেন সালমান খান। জানা আছে কি আপনার?আশা করি সবাই জানেন চলতি মাসের ১৫ তারিখে শোটির গ্র্যান্ড প্রিমিয়ার হয়। বলিউডের অন্যতম সুপারস্টার হলেন সালমান খান। অতএব তার ব্র্যান্ড ভ্যালু হবে অনেক, সেই দিক থেকে দেখতে গেলে ধরে নেওয়া যায় তার পারিশ্রমিক মোটা অংকের হবে । শোনা যাচ্ছে তিনি এপিসোড পিছু ছয় কোটি টাকা করে নিচ্ছেন। কিন্তু এইসব বিষয় নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ কিংবা সালমান খান কোনভাবেই মুখ খোলেননি। চলতি বছর বিগবসে অংশগ্রহণ করছেন অঙ্কিতা লোখান্ডে, নীল ভাট, ঐশ্বর্য শর্মা, মুনাওয়ার ফারুকি, মান্নারা চোপড়া।
তার পারিশ্রমিকের অংক নিয়ে বরাবরই একটি চর্চা দেখা গেছে। গত সিজনে তার পারিশ্রমিক নিয়ে বেশ আলোচনা হয়েছে। সূত্রের মাধ্যমে শোনা গেছে যে তিনি গোটা সিজনে পারিশ্রমিক নিয়েছেন হাজার কোটি টাকা। কিন্তু এই ধরনের মন্তব্যে সালমান খান সত্যতা যাচাই করে নিতে বলেছেন।তিনি মন্তব্য করেন, তার পারিশ্রমিক নিয়ে রীতিমতো জল্পনা করা হচ্ছে। যদি সত্যিই তাকে হাজার কোটি টাকা দেওয়া হতো তাহলে সারাজীবন তাকে আর কাজ করতে হত না। তবে তিনি আশা করছেন জীবনের কোন এক সময় গিয়ে হয়তো তিনি এত টাকা পারিশ্রমিক পাবেন। কিন্তু তখন তার খরচ হয়ে যাবে অনেক বেশি। যেমন উকিলের পেছনে তাকে তার আয়ের এক চতুর্থাংশ খরচ করতে হবে।
তার পারিশ্রমিক সম্পর্কে তিনি ঠাট্টা করে বলেন যে, এইসব খবর কিন্তু আয়কর দফতর এবং ইডির আধিকারিকরাও পড়ছেন। তবে সূত্র যারা যায় যে বিগ বস সিজন ১৫ এর জন্য সালমান খান পারিশ্রমিক নিয়েছিলেন ৩৫০ কোটি টাকা। অর্থাৎ এপিসোড প্রতি তার পারিশ্রমিক দাঁড়ায় ২৫ কোটি টাকা। এই গুঞ্জন সামনে আসতে অবশ্য মুখ খোলেনি সালমান খান।

Loading