October 6, 2025

বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন নিয়ে উন্মাদনা

সোমালিয়া ওয়েব নিউজ: বয়স তো একটা সংখ্যামাত্র। তিনি একবার এসে দাঁড়ালেই তামাম ভক্তকুলের হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হয়। তাঁকে এক ঝলক দেখার জন্য পাগল হয়ে যান নারী থেকে পুরুষ সকলেই। তিনি শাহরুখ খান।আজ, ২ নভেম্বর তাঁর জন্মদিন।আজ ৫৮ বছর পূর্ণ করলেন কিং খান। ১ নভেম্বর রাতেই শাহরুখ বাড়ির সামনে পৌঁছে যান অগুনতি ভক্ত। এত রাতেও ভক্তদের হতাশ করেননি তিনি। রাত ১২টা বাজার পরেই চলে এলেন বাড়ি লাগোয়া সেই বারান্দায়। পরনে ডেনিম জিন্‌স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। প্রতি জন্মদিনেই আরব পাড়ের মন্নতের ছাদে হাজির হন শাহরুখ, হাত নাড়েন সকলের উদ্দেশে, মুখে লেগে থাকে হাসি। ‘ভগবান’-কে কয়েকঝলক দেখতে মন্নতের সামনে তখন অসংখ্য অনুরাগীদের ভিড়। উপছে পড়া শুভেচ্ছাবার্তা। সেলিব্রেশন। প্রত্যেক ২ নভেম্বরের এই চিরাচরিত দৃশ্যের সঙ্গে পরিচিত সকলেই। কাজেই পর্দার বাইরে যে আজও আবারও তিনি ভক্তদের দেখা দেবেন তা তো নিশ্চিত।বয়স যে একটা সংখ্যা মাত্র তা বারবারই প্রমাণ করেছেন তিনি। লার্জার দ্যান লাইফের আক্ষরিত উদারহণ হিসাবে এ যাবৎ তাঁকেই মেনে এসেছে ফ্যানমহল। একটা সময়ে বক্স অফিসকে একের পর এক সেরা ছবি দিয়েও মাঝে দীর্ঘ সময়ে তার ঝুলি ছিল কার্যত শূন্য। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল তাঁর একের এক ছবি। সমালোচনাও করেছেন অনেকে। তবে সেই খরা কাটিয়ে ফের বাদশার ‘বোল্ড কামব্যাক’ দেখেছে বলিউড। ২০২৩-এ ‘পাঠান’ ঝড় তুলেছিল বক্স অফিসে। তার রেশ কাটতে না কাটতেই সেপ্টেম্বরে হাজির হয় ‘জওয়ান’। ক্রিজের সমস্ত বাধা একেবারে ক্লিন বোল্ড আউট করে ফের নিজের কাজ দিয়েই প্রমাণ করেন যে, তিনি সত্যিই ‘বলিউডের বাদশা’।

Loading