সোমালিয়া ওয়েব নিউজ: যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র। শুক্রবার সকালে ওই ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান। ইজ়রায়েলে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ সে দেশের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে প্রথম বিমানটি ছাড়ে। নয়াদিল্লি পৌঁছয় শুক্রবার সকালে। কেন্দ্রের তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’।
যাঁরা দেশে ফিরতে আগ্রহী, তাঁদের বিমানের ভাড়া চোকাতে হবে না।
ভারতীয় দূতাবাসের তরফে ইজ়রায়েলে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছিল যে, যাঁরা আগে আসবেন, তাঁরা আগে বিমানে আসন পাবেন। বিমানের সীমিত সংখ্যক আসনের জন্য প্রথম ২১২ জনকে ইজ়রায়েল থেকে ফিরেয়ে এনেছে কেন্দ্র।
ইজ়রায়েল থেকে দেশে ফেরা ভারতীয়দের স্বাগত জানাতে রাজধানী দিল্লির বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
উচ্চ শিক্ষার জন্য ইজ়রায়েলে ছিলেন ভারতীয় পড়ুয়া শুভম কুমার। শুক্রবার সকালে ভারতের মাটিতে পা দেওয়ার পর শুভম সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। ইজ়রায়েলে আটকে পড়া অধিকাংশ পড়ুয়াই আতঙ্কিত ছিল। হঠাৎ ভারতীয় দূতাবাসের তরফে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। এতে আমাদের মনোবল বেড়ে গিয়েছিল। দেশে ফিরতে পেরে খুব স্বস্তি লাগছে।’’
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর