October 6, 2025

মহুয়ার পদ খারিজের দাবি বিধুরির মুখেও

সোমালিয়া ওয়েব নিউজ: যে রমেশ বিধুরি জোর গলায় মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের জন্য সওয়াল করছেন, তাঁর বিরুদ্ধে বিএসপি সাংসদ দানিশ আলিকে লোকসভার মধ্যেই কুকথা বলার গুরুতর অভিযোগ রয়েছে।
প্রশ্ন ঘুষে অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে সরানোর দাবিতে ফের সরব হল বিজেপি। দলের সাংসদ রমেশ বিধুরি এ দিন বলেন, এর আগেও ঘুষের বিনিময়ে প্রশ্ন করায় একাধিক সাংসদের পদ খারিজ করা হয়। মহুয়ার জন্য নিয়ম আলাদা করা হবে না।যে রমেশ বিধুরি জোর গলায় মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের জন্য সওয়াল করছেন, তাঁর বিরুদ্ধে বিএসপি সাংসদ দানিশ আলিকে লোকসভার মধ্যেই কুকথা বলার গুরুতর অভিযোগ রয়েছে। যদিও এই বিজেপি সাংসদের বিরুদ্ধে এখনও কোনও শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হয়নি। উল্টে বিজেপির দাবি, দক্ষিণ দিল্লির সাংসদ রমেশ বিধুরিকে উত্তেজিত করা হয়েছিল। আগামী মাসের ৭ তারিখ বিধুরির পাশাপাশি দানিশ আলিকেও তলব করেছে সংসদের প্রিভিলেজ কমিটি, যেখানে বিজেপি সাংসদরাই সংখ্যাগরিষ্ঠ।
বিধুরি এ দিন বলেন, ‘‘এর আগেও টাকা নিয়ে প্রশ্ন করায় কয়েক জনের সাংসদ পদ খারিজ করা হয়েছে। মহুয়ার জন্য আলাদা নিয়ম হবে না। এই সংক্রান্ত যে সব লেনদেন হয়েছে এবং যে সব উপহার উনি পেয়েছেন, সিবিআই তার তদন্ত করে দেখুক।’’ সিবিআই ইতিমধ্যেই লোকপালের সুপারিশের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে।মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ও তদন্ত প্রসঙ্গে এ দিন মেচেদায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘লোকপাল একটি সাংবিধানিক সংস্থা। তাদের সুপারিশ নিয়ে আমি কিছু বলব না। আমাদের দাবি খুব সাধারণ। ইতিমধ্যে সিবিআই এফআইআর করেছে। আমরা চাই, মহুয়া মৈত্রের সাংসদ-পদ খারিজ হোক। তাঁকে জেলে পাঠানো হোক।’’

Loading