October 6, 2025

মা হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী

সোমালিয়া ওয়েব নিউজ: শীতের শহরের ঘুম ভাঙার আগে ঘুম ভেঙেছে নতুন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তারপরেই হাসপাতাল থেকে শেয়ার করেছেন মন ভাল করা একটি ছবি। পাশাপাশি, মেয়ে হওয়ার পরে শুভেচ্ছা জানিয়েছিলেন যাঁরা, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন।সূর্যের প্রথম আলো শহরের ওপরে পড়লে, তা যে কতটা মোহময়ী, তা ধরা পড়েছে অভিনেত্রীর ফোনের ক্যামেরার লেন্সে। সেই ছবি তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম  হ্যান্ডেলের স্টেটাসে। ইউভানের ভূমিষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই খুদের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দু’জনেই। কিন্তু, এ বারে মেয়ের ছবি জন্মের পরে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত শেয়ার করেননি। ফলে রাজ-শুভশ্রী অনুরাগীরা সকলেই মুখিয়ে রয়েছেন একরত্তিকে এক ঝলক দেখার অপেক্ষায়। ছবিঃ সোশ্যাল মিডিয়া।লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শহরের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রাজ-ঘরনী। বাবা রাজ চক্রবর্তী সেশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ করেন।ছেলে ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রেখেছেন মা-বাবা। নাম দিয়েছেন ইয়ালিনি চক্রবর্তী। দম্পতি মেয়েকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘আমাদের জগতে তোমায় স্বাগত’।
রাজ লিখেছেন, ‘আমাদের ঘরে এল এক মুঠো ভালবাসা। আমরা খুবই খুশি। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য শুধুমাত্র ভালবাসা এবং আশীর্বাদ চাই।ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করে রাজ-শুভশ্রী লেখেন, ‘আমাদের কোলে এসেছে কন্যাসন্তান।’ নীচে লেখা মেয়ের নাম ইয়ালিনি চক্রবর্তী।ইউভানের ছোট বোনের নাম ইয়ালিনি। নামটি তামিল ভাষীদের মধ্যে অধিক প্রচলিত। ইয়ালিনির অর্থ সংগীত, সুর। মা সরস্বতীর আরেক নাম ইয়ালিনি।

Loading