October 5, 2025

আজব একটি হোটেল!

সোমালিয়া ওয়েব নিউজ: সারা বিশ্বে এমন বহু অদ্ভুত জিনিস আছে যা আমরা কল্পনাও করতে পারি না। এমন বহু হোটেল এই পৃথিবীতে আছে যার অন্দরসজ্জা অবাক করে দেবে আমাদের। আবার এমন অনেক হোটেল আছে যাদের আভিজাত্য ও ঐতিহ্য তাকে সবার থেকে আলাদা করে তোলে। পাশাপাশি কোনও কোনও হোটেলের ইউএসপি তার বিলাসবহুলতা। কিন্তু আপনি কি এমন কোন হোটেলের কথা শুনেছেন যেখানে ঘুমোতে যেতে হয় এক দেশে আর বাথরুমে যাওয়ার সময় যেতে হয় অন্য দেশে? ব্যাপারটি একেবারেই মিথ্যে নয়। অদ্ভুত এই হোটেল রয়েছে সুইজারল্যান্ডে। হোটেলটি একটি খোলা জায়গায় অবস্থিত যেখানে বিছানায় শুয়ে পাশ ফেললেই আপনি পৌঁছে যাবেন প্রতিবেশী রাষ্ট্রতে। আশ্চর্যজনক এই হোটেলের নাম আরবেজ। হোটেল আরবেজ ফ্রান্সো-সুইস । এই হোটেলের অতিথিরা এরকম পরিস্থিতির সম্মুখীন হয় নিত্যদিন। তাহলে দেরি না করে চটজলদি জেনে নিই হোটেলটি সম্পর্কে বিস্তারিত তথ্য।হোটেলটির আকর্ষণীয়তা লুকিয়ে আছে তার এই বিশেষ কারণের পিছনে। আরবেজ হোটেলের বিশেষত্ব চমকে দেবে আপনাকে। এই হোটেলের মাঝখান দিয়ে চলে গেছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্ত। অদ্ভুত এই হোটেলে প্রবেশ করার সাথে সাথেই এখানকার অতিথিরা এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারেন। আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এই কথাটাই সত্যি।ইউরোপের এই অদ্ভুত হোটেল অর্থাৎ ‘হোটেল আরবেজ ফ্রান্সো-সুইস’ ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্ত লা কিউর এলাকায় অবস্থিত। এর থেকে বোঝা যায় আরবেজ হোটেল উভয় দেশেই অবস্থিত, তাই হোটেলের দুটি ঠিকানা রয়েছে। এখানকার অতিথিরা খুব সহজেই ঘুরে নিতে পারবেন দুটি দেশ। হোটেলটি তৈরি করা হয়েছিল ১৮৬২ সালে। সূত্র মারফত জানা যায় যে আগে এখানে ডিপার্টমেন্টাল স্টোর ছিল। তবে ১৯২১ সালে জুলেস-জিন আরবেজ নামে এক ব্যক্তি জায়গাটি কিনে এখানে একটি হোটেল তৈরি করেন। যত দিন গেছে এই হোটেল ফ্রান্স ও সুইজারল্যান্ড উভয় দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে।হোটেলটিকে ভাগ করার সময় মাথায় রাখা হয়েছে দুই দেশের সীমান্তের কথা। আপনি শুনে অবাক না হয়ে পারবেন না যে এই হোটেলের বারটি সুইজারল্যান্ডে, এবং বাথরুম অবস্থিত ফ্রান্সে। এই হোটেলের অতিথিরা যখন বাথরুমে যাবেন তখন দুটি দেশে ঘোরা হয়ে যাবে একসাথে। ব্যাপারটি আসলে খুবই মজাদার।

Loading