সোমালিয়া ওয়েব নিউজ: সম্পর্কে ব্যাপক টানাপোড়েনের মধ্যেই বৈঠকে ভারত ও মালদ্বীপের বিদেশমন্ত্রীর। এস জয়শংকরের সঙ্গে আলোচনায় বসেন মোসা জামির। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে দুই পক্ষে আলোচনা হয়েছে বলেই খবর। দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতির মধ্যেও আন্তর্জাতিক মঞ্চগুলোতে সহযোগিতা বজায় রাখার বার্তা দিয়েছেন দুই দেশের বিদেশমন্ত্রী।জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় গিয়েছেন জয়শংকর। সেখানেই গিয়েছেন মালদ্বীপের বিদেশমন্ত্রীও।সেই বৈঠকের ছবি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন জয়শংকর। সেখানে লেখেন, “মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামিরের সঙ্গে দেখা হল। ভারত ও মালদ্বীপের সম্পর্ক, জোট নিরপেক্ষ নীতি সমস্ত কিছু নিয়েই আলোচনা হয়েছে।”তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মালদ্বীপের বিদেশমন্ত্রী। এক্স হ্যান্ডেলে জামির বলেন, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে শীর্ষ আধিকারিকদের মধ্যে যা আলোচনা হচ্ছে, সেই নিয়েও কথা হয়েছে। তাছাড়াও মালদ্বীপে যে সমস্ত প্রকল্পগুলো চলছে, সার্কের মত আন্তর্জাতিক মঞ্চগুলোতে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সেই বিষয়গুলোও উঠে এসেছে আলোচনায়।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর