সোমালিয়া ওয়েব নিউজ: ভারতে যে সকল রাজনৈতিক দল এবং নেতারা রয়েছেন তাদের মধ্যে পাল্টি খাওয়ার নিরিখে নীতিশ কুমারের ধারে কাছে কেউ নেই। এমনকি তিনি এতবার পাল্টি খেয়েছেন যে তাকে এখন সবাই ‘পাল্টু কুমার’ বলে ডাকতে শুরু করেছেন। একবার বিজেপি, আরেকবার মহাজোট, এই করতে করতে নাই নাই করে এখনো পর্যন্ত ৫ বার পাল্টি খেয়েছেন তিনি। আর একবার হলেই তা হয়ে যাবে ৬ বার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন বছর নীতীশ কুমার পাল্টি খেয়েছিলেন।নিতীশ কুমারের প্রথম পাল্টি খাওয়া শুরু হয়েছিল ২০১৩ সালে। যেবার প্রথম তার দল জেডিইউ বিজেপির সঙ্গে জোট করে বিহারে সরকার গঠন করেছিল। কিন্তু ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপি নরেন্দ্র মোদির নাম ঘোষণা করে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির নাম তার পছন্দ হয়নি আর সেই পছন্দ না হওয়ার পরিপ্রেক্ষিতেই বিজেপির সঙ্গ ছেড়ে দেন তিনি।তবে নিতীশ কুমার যা ভেবেছিলেন ঠিক তার উল্টোটা হয়েছিল ২০১৪ সালের লোকসভা নির্বাচনে। চরম ভরাডুবির মধ্যে পড়তে হয়েছিল তাদের দলকে। এমন পরিস্থিতিতে তিনি হারের দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তবে ইস্তাফা দেওয়ার এক বছর পার হতে না হতেই তাদের তরফ থেকেই পুনরায় বিহারে সরকার গঠন করা হয়। সেই সরকার গঠন হয়েছিল ২০১৫ সালে।২০১৫ সালে নীতীশ কুমার তার চরম শত্রু লালুপ্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিল। নির্বাচনে সেইভাবে সুবিধা করতে না পারলেও জেডিইউ-এর নিতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করা হয়। তবে এই জোট বেশি দিন টেকেনি। জোটের মধ্যে অসন্তোষের মূল কারণ ছিল লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বীকে উপ মুখ্যমন্ত্রী করা নিয়ে। এই সরকার দু’বছর পার হতে না হতেই ২০১৭ সালে ভেঙে যায় যখন নীতিশ কুমার পরিস্থিতি বেগতিক বুঝে জোট ছেড়ে দেন। জোট ছেড়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি আবার সেই বিজেপির হাত ধরে বিহারে সরকার গঠন করেন। নিতিশ কুমারের দল বিজেপির সঙ্গে হাত মিলিয়েই ২০২০ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ইন্ডিয়া ব্যাপক সাফল্য পায় বিহারে। এবারও বিজেপির থেকে কম আসন পেয়েও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন বিহারের।কিন্তু আবার দু’বছরের মধ্যেই এনআরসি সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির সঙ্গে মতপার্থক্য হলে ২০২২ সালে জোট ত্যাগ করেন তিনি। বিজেপির সঙ্গে জোট ত্যাগ করার পর আবার আরজেডির সঙ্গে হাত মিলিয়ে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন বিহারের। কিন্তু ফের একবার নীতিশ কুমারকে আরজেডির সঙ্গ ত্যাগ করার জল্পনা তৈরি হয়েছে এবং খুব তাড়াতাড়ি তিনি আবার বিজেপির হাত ধরবেন বলেই জানা যাচ্ছে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর