সোমালিয়া ওয়েব নিউজ: অনেক জায়গায় দেখা যায় সেলফি জোনের নামের আগে বা পরে যুক্ত করে দেওয়া হচ্ছে ‘ভালোবাসা’ শব্দটি। তবে এসব থেকে সম্পূর্ণ অন্য ধারার সেলফি জোন তৈরি হল রাজ্যে। ‘হাওয়াই চপ্পল’-এর মাধ্যমে তৈরি করা হল এই সেলফি জোন। এখন সেলফি তোলা একটা কম্পালসারি পর্যায়ে পড়ে গেছে। নিজস্ব সেলফি হোক কিংবা গ্রুপ সেলফি, বন্ধুবান্ধবদের সাথে আউটিং হোক কিংবা কোনও অনুষ্ঠান, গ্রীষ্ম বর্ষা শীতে সবার সেলফি তোলা চাই-চাই। এই কারণে এখন দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে সেলফি জোন। কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে বিশাল একটি হাওয়াই চটি, এটিকেই বলা হচ্ছে সেলফি জোন। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের একটি বেসরকারি পর্যটন কেন্দ্রে এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য পর্যটন স্থলগুলির পাশাপাশি নাগড়াকাটা ব্লকও অত্যন্ত জনপ্রিয় পর্যটকদের কাছে। অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা জড়িয়ে রয়েছে এই সেলফি জোন তৈরির পিছনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে রাজনীতিতে এসেছেন, তবে থেকেই তাঁকে দেখা যায় হাওয়াই চপ্পলে। রাজনীতির ময়দান থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী সব জায়গায় হাজির হন হাওয়াই চপ্পল পরে। তাই অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পলকে মাথায় রেখে এই সেলফি জোনটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই সেলফি জোন সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। অনেকেই এখানে আসছেন সেলফি তুলতে। কর্তৃপক্ষের আশা আগামী দিনে এই জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
![]()

More Stories
সরাস আজীবিকা খাদ্য উৎসব ২০২৫-এর উদ্বোধন আজ, মিলবে ২৫ রাজ্যের স্বাদ
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়