October 6, 2025

ক্রিকেটে মন দিতে, জেপি নাড্ডার কাছে রাজনীতি ছাড়ার আর্জি গৌতম গম্ভীরের

সোমালিয়া ওয়েব নিউজ : শনিবার সকালেই বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান যে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে চাইছেন তিনি। দল ছাড়তে চাওয়ার জন্য জেপি নাড্ডা(JP Nadda)-কে চিঠিও দিয়েছেন গম্ভীর। এবার তিনি ক্রিকেটেই মন দিতে চান। তিনি তার আসন্ন ক্রিকেট প্রতিশ্রুতির দিকে মন দিতে চান। তিনি পোস্টে লিখেছেন, ‘আমি বিজেপি সভাপতি জেপি নাড্ডাজিকে অনুরোধ করেছি আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য, যাতে আমি আমার আসন্ন ক্রিকেটের প্রতিশ্রুতিতে মন দিতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। “জয় হিন্দ” তাঁর এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, তিনি এবার দিল্লি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে রাজনীতি ছাড়ছেন কি না, তা স্পষ্ট করেননি তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন গৌতম গম্ভীর। তিনি পূর্ব দিল্লি কেন্দ্র থেকে আপের অতিশীকে পরাজিত করেছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। ৬ লক্ষ ৯৫ হাজারেরও বেশি ভোট পেয়ে পূর্ব দিল্লির সাংসদ হন তিনি। গত দু’দিন আগেই দিল্লির সাতটি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে দিল্লি বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা হয়েছে।

Loading