সোমালিয়া ওয়েব নিউজ: বাংলা ছবির জগতে দর্শককে একগুচ্ছ হিট ছবি উপহার দিয়েছেন অভিনতা খরাজ মুখোপাধ্যায়। টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেতার তালিকার শীর্ষে যিনি থাকেন তিনি নান আদার দ্যান খরাজ মুখোপাধ্যায়। হাতে রয়েছে আরও অনেক ছবি। খরাজের সবলীল অভিনয় বারবার মন জয় করে নেয় আপামর বাংলা ছবির দর্শকের। স্টুডিয়ো পাড়ার অন্দরের গুঞ্জন, বাংলা ছবির পাশাপাশি খরাজ মুখোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে দুটি হিন্দি ছবি। জলিএলএলবি ৩ ও ভুলভুলাইয়া ৩। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানান অভিনেতা। হিন্দি ছবিতে তাঁকে দেখা যাবে কিনা সেটা অনিশ্চিত হলেও ভোজপুরী ইন্ডাস্ট্রিতে গ্র্যান্ড এন্ট্রি নিয়ে ফেললেন ‘হাসির রাজা’ খরাজ মুখোপাধ্যায়। প্রথমবার ভোজপুরী ছবিতে কাজ করলাম। সদ্যই শ্যুটিং শেষ করে ফিরেছি। এখনও ডাবিংয়ের কাজ বাকি আছে। আমার সঙ্গে এই ছবিতে রয়েছেন লাবণী সরকার ও দর্শনা বণিক। আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন লাবণী আর নায়িকার চরিত্রে রয়েছেন লাবণী। সিনেমাটির নাম কল্লু কা বিয়হা। এই ছবির নায়ক অরবিন্দ আকেলা কল্লু। আর পরিচালক মহেশ। বম্বে থেকে এসেছিলেন একজন শিল্পী, তিনি দয়া শংকর পাণ্ডে।’ এদিকে বলিউডের ছবি নিয়ে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বলেন, ‘আমি কিন্তু, সেই দলে পড়ি না যেখানে হিন্দিতে কাজের সুযোগ পেলেই বিনা পারিশ্রমিকেও করব। আমি আমার প্রাপ্যটা সবসময় বুঝে নেব। আজকের দিনে বাংলা আর হিন্দি ছবির মধ্যে এমন কিছু পার্থক্য নেই। বাংলায় যে ছবিটা একটু হিট হয় সেটাই তো হিন্দিতে তৈরি হয়ে যায়।
![]()

More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল