October 5, 2025

ব্যক্তির গাড়ির ডিকির ভেতর থেকে ভেঙ্গাচ্ছে উট চিত্ত চাঞ্চল্য মনে! উটের ডিকিতে থাকার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

সোমালিয়া ওয়েব নিউজ : প্রতিটা মানুষের মধ্যে তার চারিত্রিক অথবা নৈতিক বুদ্ধিমত্তার কাছে হার মানতে হয় অন্যান্য জীবকুলকে। তারই একটি দৃষ্টান্ত লক্ষ্য করা গেল ভাইরাল ভিডিওর ব্যক্তির বুদ্ধিমত্তা পরিচয়ে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে ডিকির ভিতর একটি উটকে বসানো হয়েছে, সে মুখ বাইরের দিকে বের করে রেখেছে। সেই অবস্থাতেই ছুটে চলছে গাড়িটি। এমনই মজার ভিডিও দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। আপনি কি কখনও গাড়ির ডিকিতে পশুদের নিয়ে যেতে দেখেছেন? ভাইরাল ভিডিওতেও একই রকম দৃশ্য দেখা যাচ্ছে। যা দেখে মানুষ অবাক হয়ে তাকিয়ে আছেন সেই গাড়ির দিকে। অনেক মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। এর মধ্যে কিছু ভিডিও আবেগপ্রবণ আবার কিছু মর্মান্তিক। এমনই এক মর্মান্তিক ভিডিও আজকাল আবারও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি উটকে গাড়ির ডিকিতে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিও মানুষকে অবাক করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি উটকে একটি গাড়ির ডিকিতে বেধে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে, উটটিকে গাড়ির ডিকির ভিতর ঢুকিয়ে কোনোভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে পড়ে না যায়। গাড়ির ডিকিটি পুরোপুরি বন্ধ না হওয়ায় ডিকি থেকে উটটি মুখ বের করে আছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে দৃশ্যটি সৌদি আরবের । সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন তৌফিক আহমেদ নামের এক ব্যবহারকারী এবং ক্যাপশনে লিখেছেন- ‘হাবিবি, এখানে যেকোনো কিছু সম্ভব’। ভিডিওটি লেখার সময় পর্যন্ত, কোটি কোটি মানুষ এটি দেখেছে। যদি অনেকের মনে উটের প্রতি দয়ালু জেগেছে ছোট ডিকির ভেতরে থাকার কারণে।

Loading