সোমালিয়া ওয়েব নিউজ: ২০ বছর পর এই গানের পুনর্জন্ম যেন সৃষ্টিকর্তাদের,গানের প্রযোজক তথা রচয়িতা সীতারাম আগরওয়াল এর কৃতিত্ব দিয়েছেন প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে। গানটি প্রথম বার রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালে। ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও তৈরি করার প্রস্তাব দেন।
বাংলা–
ধন কে দেখলু তুই ননী সিনা মনকে চিনলু নাই।
(ধন (সম্পদ) দেখলি মেয়ে কিন্তু মনকে চিনলি না)
সোনাকে চিনলু বানাকে চিনলু মনিষো চিনলু নাই।
(সোনাদানা চিনলি কিন্তু মানুষ চিনলি না)
ধন নাই বলি মোর পাখে ননী তার কাজে উঠি গলু।
( আমার কাছে ধন/সম্পদ নেই বলে,,মেয়ে তার সঙ্গে চলে গেলি)
ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু।
( ধন সম্পদ আছে কিন্তু মন নেই তার,তুই জানতে পারলি নাহি)
গোটে দিনো মিশা যগি দেলু নাহি কেড়ে কথা করি দেলু।
(একটা দিন ও অপেক্ষা করলি নাহি,কতো বড়ো কান্ড করে দিলি)
মুই গাঁ যাই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু।
(আমি বেড়াতে গিয়ে এসে দখি আমায় কেমনে ভুলে গেলি)
ছি ছি ছি ননী ছি ছি ছি।
( ছি ছি ছি মেয়ে ছি ছি ছি)
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ভিনগ্রহীদের একটি যান