October 6, 2025

দিল্লি মেট্রোতে ভ্রমণ করলেন নির্মলা সীতারামন, এরই মাঝে যাত্রীর কাণ্ড দেখে অবাক!

সোমালিয়া ওয়েব নিউজ : যিনি অর্থমন্ত্রী হওয়ার সবচেয়ে অর্থের জন্য প্রার্থী হননি। কিন্তু ভোটে দলের হয়ে প্রচারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দিল্লিতে মেট্রো সফর করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর অর্থমন্ত্রীর সেই মেট্রো সফরের সময়ই ছোট্ট একটি ঘটনা এখন সমাজমাধ্যমে ভাইরাল। সৌজন্যে ওই মেট্রো ট্রেনেই থাকা এক মহিলাযাত্রী। গতকাল দিল্লির লক্ষ্মী নগর থেকে মেট্রোয় ওঠেন সীতারমণ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই মেট্রো সফর করছেন সীতারমণ। যাত্রার ফাঁকে মেট্রোয় থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। বিকশিত ভারত গড়ে তোলার যে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করছেন, মেট্রো যাত্রীদের সঙ্গে কথা বলার সময় সেকথা শোনা যায় অর্থমন্ত্রীর মুখেও। কিন্তু নির্মলা সীতারমণের এই জনসংযোগ পর্বের মধ্যেই একটি ঘটনা ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে নির্মলা সীতারমণ নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারই মধ্যে দিয়ে ভিড় এড়িয়ে একজন মহিলা যাত্রী এগিয়ে আসছেন। নির্মলা সীতারমণের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই অর্থমন্ত্রীর কাঁধে টোকা দিয়ে তাঁকে ডাকেন ওই মহিলা। ওই যাত্রী যে আচমকা অর্থমন্ত্রীকে গায়ে হাত দিয়ে ডাকবেন, তা সীতারমণের নিরাপত্তারক্ষীরাও আঁচ করতে পারেননি। মহিলার হাবভাব দেখে মনে হয়েছে, অর্থমন্ত্রীর মতো ভিভিআইপি-র সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্ব, তা নিয়ে একেবারেই ভাবিত নন তিনি। ওই মহিলা যাত্রীর হাত দিয়ে টোকা দিতেই তাঁর দিকে ঘোরেন নির্মলা। অর্থমন্ত্রীর উদ্দেশ্যে হেসে হাত নাড়ান ওই মহিলা। পাল্টা সৌজন্য হিসেবে নির্মলা সীতারমণও তাঁকে দেখে হাসেন। তবে নির্মলা সীতারমণের এই মেট্রো সফর নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেট ব্যবহারকারীরা। অনেকেই যেমন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ তাঁর এই মেট্রো সফরকে ভোটের সময়ের নাটক বলে কটাক্ষ করতেও ছাড়েননি। কিছু নেটিজেন প্রশংসা করেছেন যে মন্ত্রী হওয়া সত্ত্বেও সীতারমন গণপরিবহন ব্যবহার করছেন।

Loading