সোমালিয়া ওয়েব নিউজ : তীক্ষ্ণ চোখ আর ধারালো নখের কারণে কাউকে শিকার করতে কাওকে রেয়াৎ করেনা। তাই সকলেরই জানা সাপ এবং ঈগল উভয়ই একে অপরের শত্রু। কখনও সাপ ঈগলকে পরাজিত করতে সফল হয়, আবার কখনও ঈগল সাপকে পরাজিত করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে এরকমই কিছু দেখা গিয়েছে। এটা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। সাপ আর ঈগলের মধ্যে এই লড়াইটা সোশ্যাল মিডিয়ায় বেশ আগ্রহের সৃষ্টি করেছে। আসলে যা ঘটেছিল তা হল ঈগল প্রথমে সাপটিকে শিকার করতে এসেছিল। সে সাপটিকে তার নখ দিয়ে মাটিতে চেপে ধরে রেখেছিল। সে সাপটিকে খাওয়ার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি পালটে যায়। এবার সাপটি ঈগলকে আক্রমণ করে। সাপটি ধীরে ধীরে ঈগলকে চেপে ধরে। ভিডিয়োতে আপনি দেখতে পাবেন যে সাপটি ঈগলকে পেচিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত ঈগল পরাজয় মেনে নেয় এবং সাপ নিজেকে বাঁচাতে সফল হয়। এই ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখলে বুঝবেন জীবনে কাজ দ্রুত শেষ করে ফেলা উচিৎ, নইলে যে কারোর অবস্থা এই ঈগলের মতো হতে পারে। এই ভিডিয়োটি মাইক্রো ব্লগিং সাইট X -এর হ্যান্ডেল @AMAZlNGNATURE -এ শেয়ার করা হয়েছে৷ ব্যবহারকারীরা এই পোস্টটি অনেক পছন্দ করছেন। এই ভিডিয়োটি সম্পর্কে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, এটি 29 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে কয়েক হাজার ব্যবহারকারী মন্তব্যও করেছেন। একজন ব্যবহারকারী নিজের কমেন্টে লিখেছেন – এ ভাবে পাখি বেঁধে রাখা সত্যিই সহজ। আরেকজন কমেন্টে লিখেছেন – শত্রুকে খুব বেশি সময় দিলে এমন হয়। তৃতীয়জন ইউজার নিজের কমেন্টে লিখেছেন – সে জন্যই বলা হয়েছে কাউকে হালকা ভাবে নেওয়া উচিৎ নয়। এই ভাইরাল হওয়া ভিডিয়ো অনেক ইউজার শেয়ার করেছেন। আবার এই ভাইরাল ভিডিও অনেকে সেভ পর্যন্ত করেছেন।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ