October 6, 2025

যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন ব্রাহ্মোস ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালের।

সোমালিয়া ওয়েব নিউজ;প্রাক্তন ব্রাহ্মোস অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়াল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস করার অভিযোগে ২০১৮ সালে নিশান্ত আগরওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।এরপর ওই সালেই গ্রেফতার করা হয় নিশান্তকে।নিশান্ত আগরওয়াল ব্রাহ্মোস অ্যারোস্পেসের একজন সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার ছিলেন।২০১৮ সালে নিশান্ত আগরওয়ালের গ্রেফতারির পর অতিরিক্ত দায়রা আদালতের বিচারক এমভি দেশপান্ডে নিজের নির্দেশে বলেন,  সংশ্লিষ্ট অভিযুক্তকে তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৬ (এফ) এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের-সহ বিভিন্ন ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধী হিসেবে গণ্য করা হয়।

Loading