সোমালিয়া ওয়েব নিউজ; আসাম রাজ্যের ১৩টি জেলার ৫ লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। নতুন করে তিনজনের মৃত্যুর খবর আসায় মৃতের সংখ্যা বেড়ে হল চোদ্দ। ৫৬৪টী গ্রামের আট হাজার হেক্টরের বেশী জমির ফসল নষ্ট হয়ে গেছে। ১৯৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। কাছাড় জেলায় আরও দুজনের প্রাণহানির খবর এসেছে। ১টি শিশু সহ ২ জন নিখোঁজ। বন্যায় ১০৩টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের নিউ হাফলং- চন্দ্রনাথপুর শাখায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। গুয়াহাটি, গোয়ালপাড়া এবং ধুবরিতে ব্রহ্মপুত্র নদীর জল ক্রমশ বাড়ছে। একই সঙ্গে বরাক, ধানসিঁড়ি, কোপিলি, বুড়িডিহিং, গৌরাং এবং কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি অব্যাহত। পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা