October 5, 2025

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চিফ অফ আর্মি স্টাফ

সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল নতুন দিল্লিতে ৩০তম জেনারেল উপেন্দ্র দ্বিবেদী Chief of Army Staff হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল দ্বিবেদী ১৯৮৪ সালের ১৫ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর জম্মু কাশ্মীর রাইফেলসের ইনফ্যান্ট্রি ডিভিশনে কমিশন প্রাপ্ত হন। তাঁর কর্মজীবনে প্রায় ৪০ বছর ধরে সেনাবাহিনীর বিভিন্ন পদে কাজ করেছেন। সেনাকর্মীদের মনোবল বৃদ্ধি এবং উদ্যমকে অব্যাহত রাখতে তিনি বহুবার জম্মু কাশ্মীর, পূর্ব লাদাখ ও উত্তর পূর্বনাঞ্চলে সফর করেছেন। তার কাজের জন্য জেনারেল পান্ডে পরম বিশিষ্ট সেবা পদক , অতি বিশিষ্ট সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ৪০ বছর ব্যাপী প্রশংসনীয় কর্মজীবনের পর জেনারেল মনোজ পান্ডে গতকালই দেশের Chief of Army Staff পদ থেকে অবসর নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে তাঁর কাজের মেয়াদকাল দেশের সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি এবং আত্মনির্ভরতার জন্য স্মরণীয় হয়ে থাকবে। Chief of the Army Staff হিসাবে জেনারেল পান্ডে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর চূড়ান্ত কর্ম তৎপরতাকে অগ্রাধিকার দিয়েছেন।

Loading