সোমালিয়া ওয়েব নিউজ: অধ্যাপক ও ডাক্তার সৌম্যাস্বামীনাথানকে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি-NTEP-র জন্য মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করবেন। জানা গেছে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে, নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানো, গবেষণা সংক্রান্ত কৌশলগত সিদ্ধান্তগ্রহণ ও প্রয়োজনীয় বিষয়ে উপদেশ দেবেন ডাক্তার সৌম্যা স্বামীনাথান। বিশেষজ্ঞ দল গঠন করবেন তিনি। যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে কি কি কাজ হয়েছে, কি বাকি আছে , আর কি কি করা প্রয়োজন সেইবিষয়ে মন্ত্রক, সরকারি আধিকারিক ও অংশীদারদের প্রয়োজনীয় সহায়তা করবেন স্বামীনাথান। অধ্যাপক ও ডাক্তার সৌম্যাস্বামীনাথান বিশ্ব স্বাস্থ্য সংগঠন-WHO-র প্রধান বৈজ্ঞানিক এবং ভারতীয় চিকিৎসা গবেষণা পর্ষদ-আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছেন।
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা