সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল জম্মু কাশ্মীরের ডোডা জেলায় রাত পৌনে আটটা নাগাদ ডোডার ধারি গোট এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ অপারেশন গ্রুপ , রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায়। দু-পক্ষের মধ্যে ২০ মিনিটের বেশি সময় ধরে গুলির লড়াই চলে। জঙ্গিদের গুলিতে আহত হন এক মেজর সহ পাঁচজন। তাঁদের উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হলে, আজ ভোরে প্রথমে চারজন প্রাণ হারান। পরে মৃত্যু হয় আরও একজনের। জম্মু কাশ্মীর এর উপ রাজ্যপাল মনোজ সিনহা অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই-এ এক আধিকারিক ও বিশেষ অপারেশন গ্রুপ এস ও জির এক জওয়ান সহ ৫ নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। এদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের- দার্জিলিঙের লেবং এর ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। এদিকে দার্জিলিঙের লেবং এর ২৭ বছরের ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মরদেহ আগামীকাল বাগ ডগরা হয়ে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জঙ্গিদের সন্ধানেও তল্লাশি চলছে। ব্রিজেশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যাণ্ডেলে তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরে দার্জিলিং-এর একজন তরুণ সেনা অফিসার ব্রিজেশ থাপা শহিদ করেছেন। তাঁর মৃত্যুর জন্য খারাপ লাগছে।’
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর