সোমালিয়া ওয়েব নিউজ:মাইক্রোসফট ও তার সহযোগী পরিষেবা বসে যাওয়ায় গতকাল বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্যসুরক্ষা সহ একাধিক ক্ষেত্র, যে বিশাল সমস্যার মুখে পড়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সফটওয়ারে আউটেজের কারণে লক্ষ লক্ষ মানুষ চরম হেনস্তার শিকার হন। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউডস্ট্রাইকের সফটওয়্যার আপডেটে সমস্যা হওয়ার সবথেকে ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসা, ব্যাঙ্কিং, হাসপাতাল এবং উড়ান পরিষেবা ক্ষেত্রকে। মাইক্রোসফটের ব্যবহারই গতকাল বন্ধ হয়ে যায়। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা এক সোশ্যাল মিডিয়া পোষ্টে জানিয়েছেন, ক্রাউডস্ট্রাইকের সঙ্গে বিষয়টি নিয়ে তাঁরা কাজ চালাচ্ছেন। সারা বিশ্বে সমগ্র ব্যবস্থাপনাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে গ্রাহকদের প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।মাইক্রোসফট আউটেজের কারণে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও ভারতের আর্থিক ও লেনদেন ব্যবস্থাপনায় এর কোনো প্রভাব পড়েনি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত সংস্থাগুলির সঙ্গে আর বি আই বিষয়টি মূল্যায়ন করে দেখেছে। তাতে দেখা গেছে, মাত্র ১০ টি ব্যাঙ্ক এবং এন বি এফ সিতে সামান্য কিছু সমস্যা দেখা দিয়েছিল। যার অধিকাংশই সমাধান হয়ে গেছে বা মেটানো হচ্ছে। সার্বিকভাবে ভারতীয় আর্থিক ব্যবস্থাপনা সুরক্ষিত এবং নির্বিঘ্নে রয়েছে। শীর্ষ ব্যাঙ্ক আরো জানিয়েছে, অধিকাংশ ব্যাঙ্কেরই জরুরী পরিষেবা সংক্রান্ত ব্যবস্থাপনা ক্লাউড সিস্টেমে নেই। অল্প কয়েকটি ব্যাঙ্ক ক্রাউডস্ট্রাইক টুল ব্যবহার করে।ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সহযোগী সব সংস্থাকে সতর্ক করা হয়েছে বলে আর বি আই জানিয়েছে।মাইক্রোসফট আউটেজের কারণে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশোন অফ ইন্ডিয়া এন পি সি আই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, ইউপিআই সহ দেশের সামগ্রিক লেনদেন পরিকাঠামো গতকাল এর প্রভাবমুক্ত ছিল। শেয়ার বাজারেও কেনা বেচা করতে সমস্যা হয়েছে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর