October 5, 2025

হুগলিতে মুখ্যমন্ত্রী

সোমালিয়া ওয়েব নিউজ: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার কারণেই পুজোর মুখে রাজ্যের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আজ দুপুরে হুগলির পুরশুড়ায় প্লাবিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী এই বন্যাকে মনুষ্য সৃষ্ট বা ম্যান ম্যাড বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি ডিভিসির সঙ্গে এমনকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আরও ২ লক্ষ কিউসেক জল ধারণ ক্ষমতা থাকা স্বত্বেও ডিভিসির জলাধার গুলি থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে রাজ্য প্লাবিত হয়েছে। পুরশুড়ায় যাওয়ার পথে একটি সেতুর ওপরে বহু বানভাসি মানুষকে দেখে গাড়ি থামিয়ে কথা বলেন বন্যা কবলিত মানুষজনের সঙ্গে। কামারপুকুর রামকৃষ্ণ মিশনেও যান তিনি। খানাকুল হয়ে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রাণীবাজারে গেছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বন্যা দুর্গতদের সঙ্গেও তিনি কথা বলবেন এবং দুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেবেন। রাতে মেদিনীপুরেই থাকার কথা মুখ্যমন্ত্রীর।

Loading