October 5, 2025

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল

সোমালিয়া ওয়েব নিউজ: নেপালে বন্যায় এ পর্যন্ত ২ ১ ৭ জনের মৃত্যু হয়েছে, ২৮ জন নিখোঁজ।প্রবল বর্ষণের জেরে বিভিন্ন এলাকায় ধস নামার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ঋষিরাম তিওয়ারি জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের বিভিন্ন ঘটনায় ১৭৪ জন আহত হয়েছেন। বন্যা দুর্গত এলাকা থেকে এ পর্যন্ত সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সংস্থা ধ্বস ও বন্যাবিধ্বস্ত এলাকায় প্রাণ উদ্ধারকাজ চালাচ্ছে। দুর্গত মানুষের মধ্যে খাদ্য সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিলি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে বলেও, শ্রী তিওয়ারি জানিয়েছেন। ভেঙে গেছে রাস্তা ঘাট এবং ১৬টি সেতু। নেপালের সেনাবাহিনী এবং পুলিশ সাড়ে চার হাজারের অধিক মানুষকে উদ্ধার করেছে।

Loading