সোমালিয়া ওয়েব নিউজ: দুর্গাপূজা উপলক্ষে আলোক সজ্জায় সজ্জিত হয়েছে শিয়ালদহ স্টেশন ও শিয়ালদহ ডি.আর.এম অফিস। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন, DRM দীপক নিগম এর নির্দেশে, দুর্গাপূজার দিনগুলিতে ব্যাপক ভিড় সামলানোর জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে। আরপিএফ এবং কমার্শিয়াল বিভাগীয় কর্মীরা বিশেষভাবে এই কাজে নিয়োজিত হয়েছেন। দুর্গাপূজার সময় দর্শনার্থীদের সুবিধার জন্য, শিয়ালদহ ডিভিশন ইতিমধ্যেই সারা রাত ২০ টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে শহরতলির মানুষ প্রতিমা দর্শনে কোনো সমস্যায় না পড়েন। এছাড়াও আইনশৃঙ্খলা বজায় রাখতে স্টেশন ও ট্রেনে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
![]()

More Stories
ডাকঘর, শৈলকোট পাঞ্জাব,সাল ১৯১২
কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি, অনন্তনাগ, কাশ্মীর
মেঠোপথ, বটগাছ, ফেরিওয়ালা,