October 5, 2025

লালবাহাদুর শাস্ত্রী জাতীয় অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

সোমালিয়া ওয়েব নিউজ: মুসৌরিতে গতকাল লালবাহাদুর শাস্ত্রী জাতীয় অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের দৃঢ় নীতি, এক্ষেত্রে সহায়ক হয়েছে। গত ১০ বছরে, সন্ত্রাসবাদ, বাম চরমপন্থা ও মাদকের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ২০২৬-এর মার্চের মধ্যে নকশালবাদ সম্পূর্ণরূপে নির্মূল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্রিটিশ আমলে পুরোনো আইনের পরিবর্তে নতুন তিনটি ফৌজদারি আইন বাস্তবায়নের ফলে ৯০ শতাংশ অপরাধের নিষ্পত্তি হবে।

Loading