October 6, 2025

ন্যায়বিচার দেওয়ার দিকে মনোনিবেশ করার জন্য বিচারপতিদের কাছে আহ্বান

সোমালিয়া ওয়েব নিউজ: ভূবনেশ্বরে গতকাল সন্ধ্যায় নতুন আদালত কমপ্লেক্সের উদ্বোধন করে শ্রীমতি মূর্মূ, বার বার আদালত মুলতুবি করে দেওয়ার সংস্কৃতি ত্যাগ করার জন্য আবেদন জানান। এতে গরীব মানুষ অযথা সমস্যার মধ্যে পড়েন বলে তাঁর অভিমত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, শাস্তির থেকেও ন্যায়বিচার দেওয়ার দিকে মনোনিবেশ করার জন্য বিচারপতিদের কাছে আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা, দেশে বিচার ব্যবস্থায় ঔপনিবেশিকতার প্রভাবকে শেষ করেছে। বিচারব্যবস্থা, থানা, পুল্লিশকে মানুষের কাছে সহজ এবং সুগম করে তোলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

Loading