December 1, 2025

রাজস্থানে তিন দিন ধরে অবিরাম জলের ফোয়ারা

রাজস্থানের জয়সলমীরের মোহনগড় এলাকায় একটি নলকূপ খোঁড়ার সময় কূপ থেকে তিন দিন ধরে অবিরাম জলের ফোয়ারা বেরিয়ে এসেছিল। সেই জলের প্রাথমিক বৈজ্ঞানিক রিপোর্ট এসেছে। রাজস্থান গ্রাউন্ড ওয়াটার বোর্ডের প্রধান ডঃ নারায়ণ দাস ইনখিয়া জানিয়েছেন এই জল লবণাক্ত, টেথিস সাগরের অবশেষ, যা গ্যাসের সঙ্গে উচ্চচাপে শিলা মধ্যস্থ গহ্বরে আবদ্ধ ছিল। ২৫ কোটি বছর আগে টেথিস সাগরের উপকূল বর্তমান থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। জলের সঙ্গে উঠে আসা সাদা কাদামাটি ও বালি টার্শিয়ারি যুগের, প্রায় ৬০ লক্ষ বছর পুরোনো।এই জলের টিডিএস প্রায় ৫০০০; ডঃ ইনখিয়া বলেন রাজস্থানের এই অঞ্চলের ভূগর্ভে প্যালিওলিথিক জলের চ্যানেলগুলি আগেই শনাক্ত করা হয়েছে। জয়সলমীর অঞ্চলটি একসময় টেথিস সাগরের সীমানায় ছিল, যেখানে একদিকে ডাইনোসররা বাস করত এবং অন্যদিকে গভীর জল ছিল। জয়সলমীর অঞ্চল থেকে দৈত্যাকার হাঙরের জীবাশ্মও পাওয়া গেছে।

Loading