সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু কাশ্মীরে নির্মীয়মাণ জোজিলা সড়ক সুড়ঙ্গ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এটি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সড়ক সুড়ঙ্গ হবে, যার মাধ্যমে শ্রীনগর থেকে লাদাখের মধ্যে সারা বছর যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। প্রকল্পটি ৫,৫০০ কোটি টাকার ব্যয়ে নির্মিত হচ্ছে এবং বর্তমানে এর কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। নীতিন গড়কড়ি, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহা সড়ক দপ্তরের মন্ত্রী, লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন যে জম্মু কাশ্মীরে সড়ক পরিকাঠামো উন্নয়নে ২ লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এর মাধ্যমে ওই অঞ্চলের সড়ক পরিকাঠামো উন্নত হবে এবং লাদাখের মতো দূরবর্তী অঞ্চলে সহজে পৌঁছানো সম্ভব হবে, বিশেষ করে শীতকালে, যখন তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে