October 6, 2025

উইনিফায়েড পেনশন প্রকল্প (UPS) আজ থেকে কার্যকর

সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্যে উইনিফায়েড পেনশন প্রকল্প (UPS) আজ থেকে কার্যকর হতে চলেছে। এই প্রকল্পটি জাতীয় পেনশন প্রকল্প (NPS) এর বিকল্প হিসেবে চালু করা হচ্ছে। পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA) সম্প্রতি UPS কার্যকর করার জন্যে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের তিনটি শ্রেণীর কর্মী থাকবেন:

1. **প্রথম শ্রেণী**: পয়লা এপ্রিল ২০২৫ পর্যন্ত যেসব কর্মী কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মরত এবং NPS এর আওতায় আছেন।

2. **দ্বিতীয় শ্রেণী**: পয়লা এপ্রিল ২০২৫ বা তার পরে যারা নতুন করে চাকরিতে যোগ দেবেন, তারা।

3. **তৃতীয় শ্রেণী**: যারা NPS এর আওতায় ছিলেন এবং ৩১ মার্চ বা তার আগে অবসর গ্রহণ করেছেন (স্বেচ্ছা অবসর বা নিয়ম মাফিক)।

এই প্রকল্পের ফলে প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মী উপকৃত হবেন। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পর চাকরিতে যোগ দেওয়া কর্মীরা UPS এ যোগদান করতে পারবেন। পাশাপাশি, যারা বর্তমানে NPS এর আওতায় আছেন, তারাও ভবিষ্যতে UPS এ অন্তর্ভুক্ত হতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে ১০ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর অন্তত ১০ হাজার টাকা পেনশন সুনিশ্চিত হবে। এটি সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের ভবিষ্যতের পেনশন সুবিধাকে আরও উন্নত ও সুরক্ষিত করবে।

Loading