৮৬ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে

সোমালিয়া ওয়েব নিউজ; তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলায়, ৮৬ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে ২০ জন মহিলা সদস্য রয়েছেন। এই সদস্যরা ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর জেলার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সিপিআই (মাওবাদী) দলের বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন। তারা পুলিশের ‘অপারেশন চেয়ুথা’ উদ্যোগের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ গ্রহণ করতে ইচ্ছুক হয়ে আত্মসমর্পণ করেছেন। এই বছরের মধ্যে ভদ্রাদ্রি কোঠাগুদেম ও মুলুগু জেলায় মোট ২২৪ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। পুলিশের মতে, সিপিআই (মাওবাদী) দলের পুরনো মতাদর্শের প্রতি অসন্তোষ এবং শান্তিপূর্ণ জীবনে ফিরে আসার ইচ্ছা তাদের এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। পুলিশ সুপার এস চন্দ্রশেখর রেড্ডি জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ৪ জন এরিয়া কমিটি সদস্য, ৫ জন পার্টি সদস্য, ৮ জন বিপ্লবী পিপলস কমিটির সদস্য, ২৭ জন মিলিশিয়া সদস্য, ২০ জন দণ্ডকারণ্য আদিবাসী কিষান মজদুর সংঘের সদস্য, ১৩ জন চৈতন্য নাট্য মণ্ডলীর সদস্য এবং ৯ জন গ্রাম রক্ষা দলের সদস্য। পুলিশ বিভাগ আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে এবং অন্যান্য মাওবাদী সদস্যদেরও হিংসার পথ পরিত্যাগ করে মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

Loading