সোমালিয়া ওয়েব নিউজ; কঙ্গো ও নেপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত জনজীবন , কঙ্গো: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় চলমান তুমুল বর্ষণ ও আকস্মিক বন্যায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত। এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ১৭০ জন। প্রায় ৫,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। কিনশাসার বিভিন্ন স্টেডিয়ামে আপৎকালীন আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। পূর্বাঞ্চলের টাঙ্গানাইকা ও দক্ষিণ কিভু প্রদেশেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতেও একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে। নেপালের বেশিরভাগ অঞ্চলে গত দুদিন ধরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হচ্ছে। কোশী, মধেশ, কার্নালি এবং সুদূর পশ্চিম প্রদেশে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। পার্বত্য অঞ্চল গণ্ডকী, কোশী ও কার্নালিতে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতেরও খবর পাওয়া গেছে। কাঠমান্ডু উপত্যকায় দিনভর মেঘলা আকাশের পাশাপাশি কিছু এলাকায় এখনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1000 2 total views , 1000 1 views today
More Stories
রাষ্ট্রসংঘের মহাসচিব পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন
রাষ্ট্রপতির ১৫ বছরের কারাদণ্ড
মায়ানমারে ভূমিকম্প বিধ্বস্ত পরিস্থিতিতে ভারতের সাহায্য