সোমালিয়া ওয়েব নিউজ; ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী সম্প্রতি একটি বড়সড় অভিযান চালিয়ে ২২ জন মাওবাদীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনের মাথার দাম ছিল যথাক্রমে ৮ লক্ষ ও ৫ লক্ষ টাকা । অভিযানে টিফিন বোমা, জেলেটিন স্টিক, ডেটোনেটর, বৈদ্যুতিক তার, ব্যাটারি এবং মাওবাদী প্রচারপত্রসহ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে । উসুর অঞ্চলের তেকমেতলা জঙ্গল থেকে সিআরপিএফ ও কোবরা বাহিনীর যৌথ অভিযানে ৭ জন মাওবাদী গ্রেপ্তার হয়েছে। জাংলা থানার বেলচারের জঙ্গল: ৬ জন মাওবাদী গ্রেপ্তার। – নেলাসনার থানার কান্দাকার্কা জঙ্গল: ৯ জন মাওবাদী গ্রেপ্তার । গ্রেপ্তারকৃতদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা মূলত নিম্নস্তরের ক্যাডার হলেও, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক ও প্রচারপত্র থেকে বোঝা যায়, তারা সক্রিয়ভাবে মাওবাদী কার্যকলাপে জড়িত ছিল । এই অভিযানের পাশাপাশি, কোডাগাঁও এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুইজন শীর্ষ মাওবাদী নেতা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন পূর্ব বস্তার কমান্ডার, যাদের মাথার দাম ছিল যথাক্রমে ৮ লক্ষ ও ৫ লক্ষ রুপি । এই ধারাবাহিক অভিযানে ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনী মাওবাদী কার্যকলাপ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ১০৬ দিনে বস্তার অঞ্চলে ১২৩ জন কট্টর মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যা এই সাফল্যের প্রমাণ।

More Stories
বিশ্ব ঐতিহ্য দিবস
“বিচারবিভাগ কি সংবিধানের ঊর্ধ্বে?” — উপরাষ্ট্রপতি ধনখড়ের বিস্ফোরক প্রশ্ন সুপ্রিম কোর্টকে ঘিরে
আজ ভারতীয় রেলের জন্মদিন