সোমালিয়া ওয়েব নিউজঃ ২৬/১১ মুম্বই সন্ত্রাস হামলার মূল অভিযুক্ত তাহাউর হুসেইন রানার পরিবারের সঙ্গে যোগাযোগের আবেদন দিল্লির পাতিয়ালা হাউস আদালত খারিজ করেছে। বিচারক চান্দের জিত সিং এই সিদ্ধান্ত দেন, কারণ জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানিয়েছে, তদন্তের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে রানাকে পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি দিলে তিনি গোপন তথ্য আদান-প্রদান করতে পারেন । রানা, একজন পাকিস্তানী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, ২০২৫ সালের ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। পরদিন ১১ এপ্রিল, তাকে ১৮ দিনের জন্য এনআইএর হেফাজতে পাঠানো হয়, যা ২৯ এপ্রিল পর্যন্ত চলবে । এনআইএ অভিযোগ করেছে, রানা ২০০৮ সালের মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী এবং ডেভিড হেডলির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রানা ১৯ এপ্রিল আদালতে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি চেয়ে আবেদন করেন। এনআইএ এই আবেদনের বিরোধিতা করে জানায়, এমন অনুমতি দিলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে। আদালত এনআইএর যুক্তি গ্রহণ করে আবেদনটি খারিজ করে দেয় ।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে