চাকরিহারা গ্রুপ C ও গ্রুপ D জন্য ভাতা

সোমালিয়া ওয়েব নিউজঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, পশ্চিমবঙ্গের চাকরিহারা গ্রুপ C ও গ্রুপ D শিক্ষা কর্মীদের জন্য ভাতা দিতে চলেছেন ,একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এই ঘোষণার মাধ্যমে সরকার তাঁদের পাশে থাকার বার্তা দিলেন—

  • গ্রুপ C কর্মীদের জন্য মাসে ₹২৫,০০০ ভাতা।
  • গ্রুপ D কর্মীদের জন্য মাসে ₹২০,০০০ ভাতা।
  • মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করা হবে, যাতে আবার পরীক্ষা না দিতে হয়।
  • রাজ্য সরকার সবার চাকরি বজায় রাখার চেষ্টা করবে

Loading