সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতীয় রেল দেশের ধর্মীয় পর্যটনকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে আবারও এগিয়ে এলো। চার ধাম যাত্রা উপলক্ষে চালু করা হয়েছে একটি বিশেষ ডিলাক্স পর্যটন ট্রেন – ‘ভারত গৌরব’।
এই ট্রেন চলতি মাসের ২৭ তারিখে দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং ১৭ দিনের ভ্রমণে যাত্রীদের নিয়ে যাবে দেশের চারটি ধাম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে।
যেসব স্থানে যাবে ট্রেনটি:
- বদ্রীনাথ
- জোশীমঠ
- ঋষিকেশ
- পুরী
- কোণার্ক
- রামেশ্বরম
- দ্বারকা
- কাশী বিশ্বনাথ
- ভীমশঙ্কর
- ত্র্যম্বকেশ্বর
এই ট্রেনে চড়ে যাত্রীরা একই সফরে হিন্দু ধর্মের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভারতের প্রধান তীর্থস্থানগুলি পরিদর্শনের সুযোগ পাবেন। এই যাত্রা ধর্মপ্রাণ যাত্রীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করছে ভারতীয় রেল।
বুকিং পদ্ধতি:
এই বিশেষ ট্রেনের টিকিট “আগে এলে আগে পাবেন” ভিত্তিতে IRCTC-এর ওয়েবসাইটে (www.irctc.co.in) পাওয়া যাচ্ছে। আগ্রহী যাত্রীদের যত শীঘ্র সম্ভব বুকিং করে নিতে বলা হয়েছে, কারণ চাহিদা খুবই বেশি।
ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এই ট্রেনটিতে আধুনিক সুবিধাসহ ডিলাক্স কোচ থাকবে এবং যাত্রীদের জন্য থাকবে খাবার, গাইড, থাকার ব্যবস্থা এবং স্থানীয় দর্শনের সুযোগ – সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মীয় প্যাকেজ।
ভারত গৌরব ট্রেন প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেল ধর্মীয় পর্যটনের পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরতে চায়।

More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর