সোমালিয়া ওয়েব নিউজঃ পাকিস্তান সীমান্ত পেরিয়ে আটক হওয়া ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (BSF)-এর জওয়ান পূর্ণম কুমার সাউ আজ সকালে ভারতে ফিরে এসেছেন। গত ২৩শে এপ্রিল, ডিউটিরত অবস্থায় তিনি পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্তব্যরত থাকাকালীন অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেন।
সীমান্ত অতিক্রমের পরই তাঁকে পাকিস্তান রেঞ্জার্স বাহিনী আটক করে এবং আটক অবস্থায় রাখা হয়। এই ঘটনা জানাজানি হতেই উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। কূটনৈতিক স্তরেও আলোচনার পর, অবশেষে আজ পূর্ণম কুমার সাউকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় পাকিস্তান।
পূর্ণম কুমার সাউয়ের নিরাপদ প্রত্যাবর্তনে তাঁর পরিবার, সহকর্মী ও দেশবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস নেমেছে। এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল সীমান্তে কর্মরত জওয়ানদের কতটা কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে প্রতিদিন কাজ করতে হয়।


More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর