October 5, 2025

জঙ্গি যোগের অভিযোগে জম্মু-কাশ্মীরের তিন সরকারি কর্মচারী বরখাস্ত, পদক্ষেপ উপরাজ্যপালের

সোমালিয়া ওয়েব নিউজঃ জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত ও জঙ্গি যোগ সংক্রান্ত অভিযোগে রাজ্যের তিনজন সরকারি কর্মচারীকে বরখাস্ত করলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। বরখাস্ত হওয়া ব্যক্তিরা লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিন-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বরখাস্ত হওয়া তিনজন সরকারি কর্মচারী:

  1. মালিক ইশফাক নাসির – পুলিশ কনস্টেবল
  2. এজাজ আহমেদ – স্কুল শিক্ষক
  3. ওয়াসিম আহমেদ খান – সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট

তিনজনের বিরুদ্ধেই জঙ্গি কার্যকলাপে সহায়তা, তথ্য ফাঁস এবং রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং তদন্ত চলছে।

উপরাজ্যপাল মনোজ সিনহার দফতর জানিয়েছে:“সরকারি চাকরি করে কেউ যদি দেশের বিরুদ্ধে কাজ করে, তাহলে তার জায়গা সরকারে নয়। প্রশাসন এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে কঠোরতম পদক্ষেপ নিচ্ছে।”

সূত্রের খবর, গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই নজর রাখছিল এই তিনজনের উপর। সম্প্রতি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্য সরকার গভীর যাচাই ও তদন্তের পর তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

এই পদক্ষেপ জম্মু ও কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির প্রকাশ। সরকারি কাঠামোর মধ্যে থাকা কোনো ব্যক্তিও যদি দেশের নিরাপত্তার জন্য হুমকি হন, তাহলে ছাড় নেই — সেই বার্তাই স্পষ্ট দিল প্রশাসন।

Loading