October 5, 2025

‘দ্য ইমার্জেন্সি ডায়ারিজ’ বই উদ্বোধন করলেন অমিত শাহ, মোদীর জরুরি অবস্থার অভিজ্ঞতা উঠে এল পাতায় পাতায়

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ নয়াদিল্লীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উদ্বোধন করলেন একটি গুরুত্বপূর্ণ বই — “The Emergency Diaries: Years That Forget a Leader”। বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র জরুরি অবস্থার সময়কার ভূমিকা এবং সেই অন্ধকার অধ্যায়ে তাঁর অভিজ্ঞতা ও অবস্থানের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে।

স্মরণযোগ্য, ১৯৭৫ সালের ২৫ জুন থেকে শুরু হওয়া ভারতের জরুরি অবস্থা ছিল গণতন্ত্রের ইতিহাসে এক চরম সংকটময় সময়। সে সময় তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে মোদী গোপনে কাজ করেছেন সরকারের দমননীতির বিরুদ্ধে, এমনটাই উঠে এসেছে বইটির পাতায়।

এই উপলক্ষে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় প্রধানমন্ত্রী বলেন,
“এই বইটি মূলত সেই সময়ের আমার দিনলিপি। জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ আমার জন্য এক বিরাট শিক্ষা ছিল। গণতন্ত্র রক্ষার জন্য একজন রাজনৈতিক কর্মী কীভাবে দায়িত্ব পালন করতে পারে, তা আমি সেই সময় উপলব্ধি করেছি।”

তিনি আরও বলেন, “এই বই নতুন প্রজন্মকে সেই সময়ের বাস্তবতা সম্পর্কে জানাবে এবং গণতন্ত্রের মূল্য বোঝাতে সাহায্য করবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “জরুরি অবস্থার সময় দেশের সংবিধান, মৌলিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী সেই সময় যেভাবে প্রতিবাদে অংশ নিয়েছেন, তা বর্তমান ও আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।”

  • লেখক পরিচয়: বইটি লিখেছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিকদের একটি যৌথ দল
  • সময়কাল: ১৯৭৫–১৯৭৭ জরুরি অবস্থার অভিজ্ঞতা কেন্দ্রিক
  • বৈশিষ্ট্য: বইটিতে রয়েছে ডায়েরি এন্ট্রি, নথিভুক্ত ঘটনা, ও মোদীর গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ

বিশেষজ্ঞদের মতে, এই বই শুধুই ইতিহাস নয়, বরং ভারতের গণতান্ত্রিক চেতনার সংগ্রামের এক প্রত্যক্ষ দলিল

Loading