October 6, 2025

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত: “মাদক নয়, জীবন বেছে নিন” বার্তা বিশ্ববাসীর

সোমালিয়া ওয়েব নিউজ : আজ, ২৬ জুন, বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস (International Day Against Drug Abuse and Illicit Trafficking)। মাদক সেবন এবং চোরাচালানের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর জাতিসংঘের আহ্বানে এই দিনটি পালিত হয়।

চলতি বছরের থিম — “The evidence is clear: invest in prevention” — অর্থাৎ, “প্রমাণ স্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন”। থিমটির মাধ্যমে জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলি এই বার্তা দিতে চায় যে, মাদক সমস্যার মূল উৎসে আঘাত হানতে হলে প্রতিরোধমূলক পদক্ষেপ ও শিক্ষামূলক কার্যক্রমে জোর দিতে হবে।

এদিন বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, NGO এবং স্বাস্থ্যসংস্থার উদ্যোগে সেমিনার, পদযাত্রা, রক্তদান শিবির, জনসচেতনতা মূলক নাটক ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। Narcotics Control Bureau (NCB)-এর তরফ থেকেও একাধিক শহরে বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও স্বাস্থ্য দফতরের অধীনে “নশা মুক্ত ভারত অভিযান”-এর মতো কর্মসূচি চলমান রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকের দিনটিতে এক বিবৃতিতে বলেন, “মাদকদ্রব্য শুধু ব্যক্তি নয়, গোটা সমাজকে ধ্বংস করে। তাই মাদক বিরোধী লড়াইয়ে সকলের অংশগ্রহণ অপরিহার্য।”

জাতিসংঘের এক সমীক্ষায় উঠে এসেছে, বিশ্বজুড়ে প্রায় ৩৫ কোটি মানুষ কোনো না কোনো ধরনের মাদকাসক্তির সমস্যায় ভুগছেন। তরুণ সমাজই এর প্রধান শিকার।

বিশেষজ্ঞদের মতে, মাদকের বিরুদ্ধে লড়াই কেবল আইন প্রয়োগের মাধ্যমে নয়, সামাজিক সচেতনতা, পরিবারিক সহানুভূতি এবং মানসিক স্বাস্থ্যসেবার মাধ্যমেও গড়ে তুলতে হবে।

মাদক মুক্ত বিশ্ব গড়ে তুলতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেওয়াই আজকের এই দিনের মূল উদ্দেশ্য।

Loading