October 6, 2025

হৃদরোগে মৃত্যুর প্রবণতা ও কোভিড টিকার যোগ নেই, জানাল কেন্দ্র


সোমালিয়া ওয়েব নিউজঃ সম্প্রতি দেশে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে— এই পরিস্থিতিকে ঘিরে নানা গুজব ও বিভ্রান্তির মধ্যেই কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানাল, এই মৃত্যুর প্রবণতার সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিনের কোনও প্রত্যক্ষ যোগ নেই।

ভারতের প্রখ্যাত গবেষণা সংস্থা ICMR (Indian Council of Medical Research) এবং NDPC (National Disease Prevention Centre)-এর যৌথ বিশ্লেষণ ও পর্যবেক্ষণে উঠে এসেছে, ভারতে প্রয়োগ হওয়া COVID-19 টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, “হৃদরোগের পেছনে একাধিক কারণ থাকতে পারে—জিনগত প্রবণতা, অনিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক চাপ, ধূমপান বা মাদক সেবন প্রভৃতি। এসবই হৃদরোগের ঝুঁকি বাড়ায়। কিন্তু কোভিড ভ্যাকসিনকে দায়ী করা বিজ্ঞানের পরিপন্থী।”

ICMR-এর তরফে আরও জানানো হয়েছে, দেশে প্রায় ২০০ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বা মৃত্যুর ঘটনা খুবই বিরল এবং সেগুলির মধ্যে কোনওটিতেই টিকার সরাসরি দায় প্রমাণিত হয়নি।

NDPC-র এক মুখপাত্র বলেন, “গুজব থেকে দূরে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং কোনও অসুস্থতা বা উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।”

বিশেষজ্ঞ মহল মনে করছে, এই সরকারি বিবৃতি সাধারণ মানুষের মনে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি, ভবিষ্যতের টিকাকরণ কর্মসূচির জন্য জনসমর্থন বজায় রাখতেও সহায়ক হবে।

সতর্ক থাকুন, সচেতন থাকুন— বিজ্ঞানের উপর আস্থা রাখুন।

Loading