সোমালিয়া ওয়েব নিউজঃ আস্তিক হৃদয়ে ভক্তিভরে শুরু হল এবারের অমরনাথ যাত্রা। জম্মুর ভগবতী নগরের যাত্রী নিবাস বেসক্যাম্প থেকে আজ সকালে প্রথম তীর্থযাত্রীদের দল যাত্রা শুরু করলেন পবিত্র গুহার উদ্দেশ্যে। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা নিজে উপস্থিত থেকে এই যাত্রার শুভ সূচনা করেন।
সকালবেলাতেই “বম্ বম্ ভোলে ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বেসক্যাম্প চত্বর। উপ-রাজ্যপাল পতাকা নেড়ে তীর্থযাত্রীদের যাত্রার সূচনা করেন এবং তাঁদের নিরাপদ ও শান্তিময় যাত্রার জন্য শুভকামনা জানান। তিনি বলেন, “সরকার পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এবারের যাত্রা হবে আরও সুশৃঙ্খল ও নিরাপদ।”
সূত্রের খবর, আজকের প্রথম দলে প্রায় ৬,০০০ তীর্থযাত্রী রয়েছেন, যাঁরা দু’টি রুট ধরে যাত্রা শুরু করেছেন— পহেলগাঁও এবং বালতাল রুটে ভাগ হয়ে। গুহামন্দিরে পৌঁছাতে সময় লাগবে প্রায় দু’দিন।
এই বছরের অমরনাথ যাত্রায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি রুটে মোতায়েন রয়েছে সেনা, আধাসামরিক বাহিনী ও পুলিশ বাহিনী। পাশাপাশি চালু রয়েছে RFID-ভিত্তিক ট্র্যাকিং সিস্টেম, যা তীর্থযাত্রীদের গতিবিধি নিরবচ্ছিন্নভাবে নজরে রাখবে।
এছাড়া যাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মেডিক্যাল ক্যাম্প, বিশ্রামাগার ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ধর্মীয় শ্রদ্ধা ও নিরাপত্তার আবহে শুরু হওয়া এই পবিত্র যাত্রা আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে। লক্ষাধিক তীর্থযাত্রী এবার ভগবান অমরনাথের দর্শনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

![]()

More Stories
‘ইতিহাস বইয়ে আকবর-ঔরঙ্গজেব, দেশের আসল নায়করাই ব্রাত্য’, সিলেবাস বদলের দাবি অক্ষয়ের?
বঙ্গোপসাগরের আকাশে ১৪,০০০ কিমি নো–ফ্লাই জোন ঘোষণায় ভারতের নিরাপত্তা কৌশলে নতুন অধ্যায়
বিহারে মাতৃদুগ্ধে ইউরেনিয়াম—চমকে দিল গবেষণাবিশেষজ্ঞদের সতর্কতা: দূষণ পৌঁছে গেছে বিপজ্জনক পর্যায়ে