October 6, 2025

বিহারে ভোটার তালিকা সংশোধনে নজিরবিহীন অগ্রগতি: নির্বাচন কমিশন

সোমালিয়া ওয়েব নিউজঃ বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) উদ্যোগের আওতায় বিহার রাজ্যে ভোটার তালিকার বিশাল পরিসরে শুদ্ধিকরণ প্রক্রিয়া চালিয়ে ৯৯.৮% ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জন করেছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, রাজ্যজুড়ে ভোটার তালিকায় বিভিন্ন ভুল ও অসামঞ্জস্য দূর করার প্রয়াসেই এই উদ্যোগ।

কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী—

  • ২২ লক্ষ ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে
  • ৩৫ লক্ষের বেশি ভোটার স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত
  • ৭ লক্ষ ভোটার একাধিক স্থানে তালিকাভুক্ত
  • এখনও ১,০২,০০০ ভোটারের গণনা ফর্ম অনুপস্থিত

এই অসামঞ্জস্য চিহ্নিত করে কমিশন বলেছে, “ভোটার তালিকা শুদ্ধিকরণ একটি চলমান প্রক্রিয়া। গণতান্ত্রিক পদ্ধতির নির্ভুলতা ও স্বচ্ছতা বজায় রাখতে এই ধরণের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, আগামী ১ আগস্ট রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকরা তালিকায় নাম সংশোধন, অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার আবেদন জানাতে পারবেন।

নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, “এই উদ্যোগ শুধু নির্বাচনকে আরও স্বচ্ছ করে তুলবে না, বরং ভবিষ্যতের নির্ভুল ও অংশগ্রহণমূলক ভোটদান প্রক্রিয়া গঠনে সহায়ক হবে।” এছাড়াও কমিশন জানায়, ভোটারদের তথ্য যাচাই ও আধার লিঙ্কিং-এর প্রক্রিয়াও সমান্তরালভাবে এগোচ্ছে।

Loading